জাবিতে আইকিউএসি’র নতুন পরিচালক হলেন অধ্যাপক সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালাটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউশনাল কোয়ালাটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানকে তার অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইনস্টিটিউশনাল কোয়ালাটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিদায়ী ও নবনিযুক্ত পরিচালককে অনুগ্রহপূর্বক দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করে তার অনুলিপি নিম্নস্বাক্ষরকারীর নিকট পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. সোহেল রানা বলেন,
‘আইকিউএস এর দায়িত্বে পূর্বেও যে শিক্ষকরা ছিলেন তারাও অনেক ভালো কাজ করেছেন। এ প্রতিষ্ঠানটি শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কাজের গতি বৃদ্ধি করে থাকে। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে উন্নত করার। এ জন্য বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।’(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

মন্তব্য করুন