নাটোরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৩:৩৪
অ- অ+

নাটোরের হালতিবিলে নৌকায় করে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

অপরদিকে হালতিবিল সংলগ্ন নওগাঁর আত্রাই উপজেলার মরাআত্রাই নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে মো. রায়হান (২৫) নামে অপর যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাশে এবং আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামে এ দুটি পৃথক ঘটনা ঘটে। নিহত আব্দুল মোমিন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেন মন্ডলের ছেলে এবং রায়হান নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে আব্দুল মোমিন ও সেন্টু সহ তিনজন হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাশে নৌকায় করে একটি বিশেষ জাল দিয়ে শামুক আরোহন করছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তাদের নৌকার উপরে বজ্রপাত হানলে তারা তিনজনই আহত হন। তবে আব্দুল মোমিন ও মকবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় লোকজন তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল মোমিনকে মৃত ঘোষণা করেন। আর মকবুলকে তার স্বজনরা পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অপরদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি বলেন, প্রায় একই সময়ে আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের মো. রায়হান নৌকায় করে তার বাড়ির পাশে হালতিবিল সংলগ্ন মরা আত্রাই নদীতে মাছ শিকার করছিলেন। এ অবস্থায় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ঢাকা টাইমমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা