টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৯:৪৮| আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২০:০৭
অ- অ+

ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘টাটা ট্রাস্ট’-এর চেয়ারম্যান হলেন সদ্য প্রয়াত রতন টাটার সৎভাই নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা। গত বুধবার ৮৬ বছর বয়সে রতন টাটার মৃত্যুর পর পদটি শূন্য হয়।

শুক্রবার মুম্বাইয়ে এক বৈঠকে এই পদের জন্য ৬৭ বছর বয়সি নোয়েল টাটাকে বেছে নেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা।

টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, ‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’

২০০০ সালের দিকে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত হন নোয়েল। এরপর থেকেই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

২০১৪ সালে টাটা গ্রুপের পোষাক প্রস্তুতকারী সংস্থা ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক লাভের মুখ দেখে সংস্থাটি। গত এক দশকে সংস্থাটির শেয়ারের দর ছয় হাজার শতাংশের বেশি বেড়েছে।

ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার এই সৎভাই।

প্রসঙ্গত, রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল। তার মা ফ্রেঞ্চ-সুইস ক্যাথলিক নারী সিমন টাটা। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল। তার তিন সন্তান রয়েছে। তারা হলেন— মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাদের নামও রয়েছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা