সাতক্ষীরায় শহীদ আসিফের কবরের পাশে উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৫৪| আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬:৪৭
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে নিহত নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১২ অক্টোবর) সকালে শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান উপদেষ্টা।

নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে বহু জীবন রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাই শহীদ আসিফসহ অন্যদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদের আমাদের প্রেরণা হিসেবে ধারণ করতে হবে।’

‘আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহীদ হয়েছেন, তাদের নামে বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম শহীদ আসিফ স্টেডিয়াম নামকরণ করা হবে।’ বলেন উপদেষ্টা।

এর আগে সকাল সাড়ে আটটায় দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) আবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ।

পরে দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা