টিএইচও এবং আরএমওর অপসারণ দাবি

ভূঞাপুর হাসপাতালে তালা, ফিরে যাচ্ছেন রোগীরা 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:৫৫
অ- অ+

অভ্যন্তরীণ কোন্দলের কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগী স্বজনরা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ছাড়াও অন্যান্য গেটেও তালা দেওয়া য়। পরে সারা দিনে ডাক্তার কর্মচারীসহ স্টাফদের দেখা যায়নি।

হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।

এদিকে হাসপাতালের বহির্বিভাগের একজন চিকিৎসককে ধাওয়া হামলার ঘটনায় সব চিকিৎসক নিরাপত্তাহীনতার কারণে হাসপাতালে এসে ফিরে গেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, হাসপাতালের কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুস সোবহান আসাবিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক সোহেলের অপসারণ চেয়ে কর্মবিরতি পালন রেন।

এর আগে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) বিরুদ্ধে দুর্নীতি নানা অনিয়মের অভিযোগে টাঙ্গাইল জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট উর্ধতন বরাবর অভিযোগ করেন চিকিৎসক কর্মচারীরা।

হাসপাতালে আসা রোগীরা জানান, সকালে চিকিৎসা নিতে গিয়ে দেখেন হাসপাতালের গেটে তালা ঝুলছে। ভেতরে কেউ নেই। কর্মচারীরা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন।

হাসপাতালের স্টোরকিপার খন্দকার রানা মিয়া বলেন, ‘রবিবার রাতে দুজন ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের চিঠি নিয়ে আসে। এতে ক্ষিপ্ত য়ে হাসপাতালের কর্মচারীরা টিএইচও এবং আরএমও-এর অপসারণের দাবিতে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন।’

হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘টিএইচও আব্দুস সোবাহান এবং আরএমও এনামুল হকসোহেলের ধ্যে দ্বন্দ্বের জেরে হাসপাতালে অরাজকতার সৃষ্টি হচ্ছে। ওই দুই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘বহির্বিভাগে যাওয়ার সময় লোকজন বাধা দেয় এবং হামলার চেষ্টা রে। রে নিরাপত্তাহীনতার কারণে দ্রুত হাসপাতাল ত্যাগ রি। আমরা নিরাপত্তা চাই।’

উপজেলা স্বাস্থ্য পরিবার রিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুস সোবাহান লেন, ‘কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা ভিযোগ দিয়েছে। হাসপাতালের তালা ঝুলানের বিষয়টি জানা নেই।তিনজন চিকিৎসক সেবা দিচ্ছে। যারা আসেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ‘হাসপাতালের দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে এই ঘটনা টেছে। বিষয়টি জানার পর নিয়ন্ত্রণের চেষ্টা করা লেও তারা কেউ কথা শোনেনি। রে স্বাস্থ্য অধিদপ্তরকে ঘটনাটি জানানো য়েছে। তারা ব্যবস্থা নেবে।’

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা