পাথরঘাটায় সাংবাদিককে হুমকি দেয়া সেই প্রধান শিক্ষককে শোকজ

বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাসের স্বাক্ষরে মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান শিক্ষককে শোকজ করা হয় বলে নিশ্চিত করেন তিনি।
নোটিশে ওই প্রধান শিক্ষককে আটটি অনিয়ম ও বিচ্যুতির বিষয়ে কারণ দর্শাতে বলা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে দফাওয়ারি জবাব দিতে বলা হয়, অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে বলে সতর্ক করা হয়।
নোটিশে বলা হয়, ‘আপনি জনাব মো. হারুন-অর রশিদ ১৪৩ নং উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদে কর্মরত আছেন। আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১ ঘটিকার সময় আপনার বিদ্যালয় গিয়ে আপনাকে উপস্থিত না পাওয়াসহ বেশ কিছু বিচ্যুতি ও অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর দাখিল করেছেন। আপনি কেন উক্ত সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন? আপনি বিদ্যালয়ে সকালে এসে চলে গেছেন এবং কোথায় গিয়েছিলেন? এহেন অনুপস্থিতি ও গমনে সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তার অনুমোদন ছিল কিনা? কেন স্থানীয় ইউপি সদস্য পান্না মিয়া আপনার বিরুদ্ধে মাঝে মধ্যে বিদ্যালয়ে আসা ও ঠিকমত বিদ্যালয়ে না থাকার অভিযোগ করেছেন? কেন একই দিনে দুই জন সহকারী শিক্ষককে ছুটি দিয়েছেন? কেন একজন শিক্ষক একটি শ্রেণি কক্ষে (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) একসাথে ৩টি ক্লাস নিচ্ছিলেন? ৩য়, ৪র্থ ও ৫ম এই ৩টি শ্রেণিতে ভর্তিকৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত পাওয়া যায় মাত্র ৮ জন শিক্ষার্থী? কেন সাংবাদিকের সাথে ফোনকলে দুর্ব্যবহার করলেন তার দফা ওয়ারী সন্তোষজনক জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী দীপক কুমার বিশ্বাস-এর নিকট দাখিল করতে বলা হল। অন্যথায়, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।’
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে।
উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। এর পরই মুঠোফোনে ওই প্রধান শিক্ষক অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন শুভকে। না হলে দেখে নিবেন ও প্রাণনাশের হুমকি দেন তিনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন সাংবাদিক শুভ।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/মোআ

মন্তব্য করুন