ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৪৭৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ২০:২৫
অ- অ+

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডিএনসিসিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৩৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশালে ২৫ জন, রাজশাহীতে ১৯ জন, ময়মনসিংহে ১২ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৯ জন। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১৪৪ জন নারী। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ২৪ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

(ঢাকাটাইমস/২৫আক্টোবর/কেএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা