নতুন করে আলোচনায় সেই প্রেসক্রিপশন পয়েন্ট, এবার ঝড় তুললেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:২৬| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৯
অ- অ+

রাজধানীর বনানীতে অবস্থিত স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।

ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের ১০৫ নম্বর প্লটের পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা বাড়িটি মাত্র সাড়ে ৯ কোটি টাকায় হস্তান্তর করতে বাধ্য হয়েছেন সেটির মালিক।

ওই ভবনটিতে দীর্ঘ ১৬ বছর ধরে সুনামের সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার। তবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে ভবনটি দখলে নিতে উঠেপড়ে লাগে।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে চালানো অভিযানের নামে তড়িঘড়ি করেই রাজধানীর স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ওই বছরের ১৮ জানুয়ারি ৬ কোটি টাকা দলিলমূল্যে প্রেসক্রিপশন পয়েন্টের জায়গাসহ ভবনটি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ কিনেছেন বলে দাবি করেন।

সেসময় অভিযোগ উঠেছিল, ঘনিষ্ঠজন ইমরান মুস্তাফিজের জন্য ভবনটি দখলে নিতে কৌশলে প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধ করেন রাহাত মালেক। প্রায় এক বছর বন্ধ থাকার পর ক্ষমতার পালাবদলে গত ২৮ আগস্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিকে পুনরায় পরিচালনার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের অতি তৎপরতার নেপথ্যে কি?

পুনরায় খোলার অনুমতির মাধ্যমে রাহাত মালেকচক্রের দখলের অপচেষ্টা থেকে রেহাই পেলেও প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তথ্য দিচ্ছেন, সম্প্রতি বনানীর ওই বাড়ি সাড়ে ৯ কোটি টাকায় হস্তান্তর করতে জমির মালিক বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সামি বলেন, ‘ভাড়াটিয়া-মালিক দ্বন্দ্বের এক পর্যায়ে ভবন মালিক ২০২২ সালে ইমরান মুস্তাফিজ নামে একজনের কাছে জমিসহ ভবনটি বিক্রি দেন। ইমরান মুস্তাফিজ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এই জমিতে নজর পড়ে গিয়াস উদ্দিন আল-মামুনের। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ইমরান মাত্র ৯ কোটি ৫০ লাখ টাকায় প্লটসহ ভবন হস্তান্তর করে দেয়।’

বনানীর ওই ভবনটি ঘিরে বেশ কয়েকটি মামলা চলমান থাকার কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘প্রেসক্রিপশন পয়েন্ট কর্তৃপক্ষ এই হস্তান্তর যেন আপাতত না হয় সেই কারণে রাজউকে দরখাস্তও করেছেন।’

প্রবাসী এ সাংবাদিক ফেসবুক পোস্টের সঙ্গে বেশ কিছু নথিপত্র সংযুক্ত করেছেন। সেসব ঘেঁটে দেখা যায়, গত ৩ সেপ্টেম্বর রাজউকর বরাবর ভবন হস্তান্তর রেজিস্ট্রে দলিলের অনুমতি চেয়ে আবেদন করেন ইমরান মুস্তাফিজ।

আর গত ২২ অক্টোবর রাজউক চেয়ারম্যানের কাছে বনানীর এই প্লট ও ভবন নিয়ে হাইকোর্টে ৪টি ও বিচারিক আদালতে ৩টি মামলা চলমান জানিয়ে হস্তান্তর প্রস্তাব অনুমোদন না দেওয়ার আবেদন করেছে প্রেসক্রিপশন পয়েন্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা