সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হলেন ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আমলা ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উল্লাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী নেয়ামত উল্যা ভূঁইয়া প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে কজন আমলা ব্যাপক রোষানলে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম নেয়ামত উল্যা ভূঁইয়া। তার ব্যাচের কর্মকর্তারা কেউ কেউ সিনিয়র সচিবও হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি কমপক্ষে ১৩ বার পদোন্নতি বঞ্চিত হন।
২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে নেয়ামত উল্যাকে গ্রেপ্তার করেছিল র্যাব। দুদিনের রিমান্ড আর ১৯ দিনের জেলজীবন শেষে তিনি ছাড়া পান। ভিন্ন মতের কারণে এর পরের পাঁচ বছর নানা ভাবে হয়রানির শিকার হন মেধাবী এই সাবেক আমলা।
২০১৪ সালে তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও ব্রিটিশ ইতিহাসের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। আমলার চাকরির পাশাপাশি সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত রাখা নেয়ামত উল্যা একজন সুলেখক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।
২০১৭ সালে নেয়ামত উল্যা ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপ-সচিব হিসাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সরকারি চাকরি জীবন শেষে তিনি বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এছাড়া দুটি কলেজ ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএস/ডিএম)

মন্তব্য করুন