আলফাডাঙ্গা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ২০:০৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দুই সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, বিএনপির এক নেতা আলফাডাঙ্গা ও বোয়ালমারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেড় হাজার নেতাকর্মীর নামে মামলার আবেদন করেন। মামলায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও কার্যকরী সদস্য কামরুল ইসলামকেও আসামি করা হয়। উদ্দেশ্যপ্রণোদিত এ মিথ্যা মামলার প্রতিবাদে অংশ নেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সাবেক সভাপতি সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গার প্রকাশক ও সম্পাদক সেকেন্দার আলম, সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হক ভূইয়া।

প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন বলেন, ‘১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আলফাডাঙ্গা প্রেসক্লাব সুনামের সাথে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রচার করে আসছে। সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রচার ও প্রতিবাদ করছে। এলাকার সকল অসংগতি দূর করতে সদা তৎপর রয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক। সেই সাংবাদিক সমাজের একটা শ্রেণির কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে। মামলা-হামলা করে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবে না।’

সাবেক সভাপতি সেকেন্দার আলম বলেন, ‘আগেও ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমি মনে করি সাংবাদিকদের লেখনী স্তব্ধ করে দিতে এই মিথা মামলা করা হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গভীর এই ষড়যন্ত্র রুখে দেবো।’ তিনি দ্রুত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

প্রতিবাদ সভায় সাংবাদিক সমাজকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানির প্রতিবাদে নিন্দা জানান বক্তারা।

এছাড়া প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশ রক্ষায় ঐক্যের আহবান কফিলউদ্দিন আহমেদের 
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি: প্রেস উইং
তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য: আমিনুল হক 
বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, সন্দেহভাজন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা