সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে রাজধানীর ২২ নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন, নেতাকর্মীদের সাথে অসদাচরণ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিগগির এই ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকাটাইমস/২৮অক্টোবর/জেবি

মন্তব্য করুন