বগুড়ায় সাবেক এমপির দেহরক্ষী নিঝুম গ্রেপ্তার  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৪১| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৬
অ- অ+

বগুড়া-৬ (সদর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদ (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনগণ।

সোমবার দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিঝুম রিকশায় করে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মফিজ পাগলার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাকে আটক করে মারধর করতে থাকে। এর মধ্যে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিঝুমকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ডিবি ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। পরে ২০১৩ সালে সংঘটিত হওয়া শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা