আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নাজমা মোবারেক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে বদলি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নাজমা মোবারেক ২০২৩ সালের ৫ জুন পদোন্নতি নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে কর্মরত ছিলেন।
বরিশালে জন্ম নেওয়া নাজমা মোবারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৪ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
মাঠপ্রশাসনে নানা পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা নাজমা মোবারেক প্রথম কোনো নারী অতিরিক্ত সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে এমএসসি ডিগ্রিধারী নাজমা মোবারেকের বেশকিছু গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি অর্থ বিভাগের পাবলিক ফাইনান্স ইন্সটিটিউটের একজন নিয়মিত প্রশিক্ষকও।
ব্যক্তিগত জীবনে বিবাহিত নাজমা মোবারেক এক পুত্র ও এক কন্যাসন্তানের জননী। তার জীবনসঙ্গী বিসিএস ট্যাক্স ক্যাডারের একজন সদস্য এবং বর্তমানে কর কমিশনার হিসেবে কর্মরত।
(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএম/ডিএম)