সংবিধান সংস্কার প্রক্রিয়ায় ড. কামাল হোসেনের আস্থা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
অ- অ+

সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

শনিবার মতিঝিলস্থ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এ সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা (জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক) মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।’

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা