ভাগ হওয়ার সাত বছর পর আবারও এক হচ্ছে স্বরাষ্ট্রের দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৭:১৭
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে আগের মতো একত্রীকরণ করছে সরকার। কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে এই দুই বিভাগকে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে রবিবার একথা বলা হয়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুইটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন প্রদান করেছেন।

এর আগে ২০১৭ সালের ১৯ জানুয়ারি কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়।

জানা গেছে, দুই ভাগ করার পর কাজের সুবিধার চেয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বেশি। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের কর্মরতদের মধ্যে নানা সময়ে মতানৈক্য তৈরি হয় দফায় দফায়।

ভোগ করার পর জননিরাপত্তা বিভাগের অধীনে ৬টি সংস্থা রাখা হয়। সেগুলি হচ্ছে, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয় ৪টি বিভাগ। সেগুলি হচ্ছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা।

এখন প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী একত্রীকরণ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০টি অধিদপ্তর থাকবে। পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় গ্রাহক সমাবেশ
সাউথইস্ট ব্যাংকের আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা রেলের সেই উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক মাহবুব আনোয়ারকে সংর্বধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা