সড়কে ব্যারিকেড দেওয়া ব্লকে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪২| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৬
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তায় নির্মাণাধীন সড়কের কংক্রিটের ব্যারিকেডের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৯ বছর বয়সি ওই যুবকের নাম রাসেল মিয়া। তিনি গোবিন্দগঞ্জের দুলা মিয়ার ছেলে এবং বগুড়ার গাবতলীর সৈয়দ আহমেদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান, গোবিন্দগঞ্জের ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে। বিকল্প পথে যেতে নির্মাণ সড়কে কংক্রিটের ব্লক দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে ওই ছেলের দ্রুতগতির মোটরসাইকেলটি সরাসরি সেই ব্লকে গিয়ে ধাক্কা খায়।

এ ঘটনায় ছেলেটি রাস্তায় ছিটকে পড়ে। এতে তার মাথা, চোখ, কপালসহ সারা শরীর ক্ষতবিক্ষত হয়। পরে গুরুতর আহতাবস্থায় পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ,দলে ফিরলেন খালেদ
অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, বন্ধ হবে হাজারের বেশি অ্যাকাউন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা