বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। রবিবার (৩ নভেম্বর) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরকারীরা ঢাকায় পা রাখবে আগামী ২২ নভেম্বর। এর চারদিন পর শুরু হবে মাঠের লড়াই। ২৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। দুইদিন বিরতি দিয়ে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ২ ডিসেম্বর।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ভালো করার বিকল্প নেই জ্যোতিদের।
এদিকে ৫০ ওভারের লড়াই শেষে সিলেটের উদ্দেশে রওনা হবে দুদল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ ডিসেম্বর প্রথম আর ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দুপুর ২টায় মাঠে গড়াবে। এরপর ৯ ডিসেম্বর সকাল ১০টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
(ঢাকাটাইমস/ ০৪ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন