ট্রাম্পের জয়ের ট্রামকার্ড কি তবে পেনসিলভানিয়ায়?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৯| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪১
অ- অ+

সারা বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের দিকে। ক্ষমতাধর দেশটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। কিছু রাজ্যের ফলাফলও এরইমধ্যে প্রকাশ হয়েছে। কোথাও জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কোথাও ডেমোক্রেট দলের কমলা হ্যারিস।

এদিকে চূড়ান্ত ফল প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, পেনসিলভানিয়া রাজ্যে যদি তিনি জিতে যান, তাহলে তার ফের প্রেসিডেন্ট হওয়ার পথ সহজ হয়ে যাবে। স্বপ্ন ভাঙবে কমলা হ্যারিসের। ট্রাম্পের ট্রামকার্ড কি তবে পেনসেলভানিয়ায়?

মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে ট্রাম্প জানান, পেনসেলভানিয়ায় জিতলে তিনি জিতে যাবেন। বারবার রিপাবলিকান ভোটারদের ভোটের লাইনে অবস্থান করার অনুরোধও জানান সাবেক এই ক্ষ্যাপাটে মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি। কিন্তু আমাদের লাইনে থাকতে হবে এবং আপনাকে বিপদে ফেলার সুযোগ তাদের দেবেন না। ভোট দিন। আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে। কারণ, যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব।’

বহুল আলোচিত মার্কিন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। তার মধ্যে পেনসিলভানিয়া একটি। অন্য ছয়টি হলো— নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এই সাত অঙ্গরাজ্যে কেউই সুনির্দিষ্টভাবে এগিয়ে নেই।

জনমত জরিপে এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে ঘোষিত কয়েকটি রাজ্যের ফলাফলও তাই বলছে। তবে শেষ পর্যন্ত কার হাতে যায় যুক্তরাষ্ট্রের শাসনভার, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার
শ্রীপুরে অজ্ঞাত গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা