ভৈরবে এক হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও সরিষা বীজ 

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৫
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হাজার কৃষকের মধ্য প্রণোদনার সার সরিষা বীজ বিতরণ করা হয়েছে

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে বিনামূল্যে সার সরিষা বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর খেসারির বীজ রাসায়নিক সার দিয়ে সহযোগিতা করে কৃষি বিভাগ।

আজ উপজেলার সাতটি ইউনিয়ন পৌরসভার হাজার কৃষককে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ এবং ১০ কেজি করে এমওপি ডিএপি সার দেয়া হয়।

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, দেশে তেল সংকট দূর করতে সরকার সরিষা আবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের বিনামূল্যে এই বীজ ও সার দেওয়া হয়।

ভৈরব উপজেলায় এবার সাড়ে তিন হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, গত বছর আবাদ হয়েছিল দুই হাজার ৫০০ হেক্টর জমিতে। চলতি রবি মৌসুমে ফলন ২০ শতাংশ বৃদ্ধি ধরা হয়েছে বলে জানান তিনি

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন বলেন, কৃষকদের স্বাবলম্বী দেশে অনাবাদি জমিতে ফসল ফলাতে সরকার কৃষকদের প্রণোদনার আওতায় বিনামূল্য সার বীজ বিতরণ করছেন। যেন দেশে কোনো জমি অনাবাদি পড়ে না থাকে।

অনুষ্ঠান অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন কায়সার আফরাদ, মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সহকারী কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আশরাফ আলী ভূঁইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের দেড় যুগে সরকারি ব্যয়ের ৪০ শতাংশ লুটপাট: শ্বেতপত্র প্রকাশ
টানা চার হারে কোণঠাসা ম্যানসিটি, উড়ছে লিভারপুল
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা