ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৫| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন তাকে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে আমরা একটি দেশের কথা বলছি যেটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।’

রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, ‘এখনও আমাদের অপেক্ষা করতে হবে, কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট (বাইডেন) আরও প্রায় দেড় মাস ক্ষমতায় থাকবেন।’

পুতিনের অভিনন্দন না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘সম্পর্কের আরও অবনতি হওয়া কার্যত অসম্ভব। সম্পর্ক বর্তমানে তাদের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সবশেষ ফলাফল অনুযায়ী: মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭৬টি ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৯টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন, তার থেকেও ৬টি ভোটে এগিয়ে ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় বুধবার ৪টার দিকেই ম্যাজিক ফিগার ২৭০ এ পৌঁছে যান ট্রাম্প। ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভানিয়ায় জয়ে হোয়াইট হাউসে নিশ্চিত প্রত্যাবর্তন হয় ট্রাম্পের।

এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হতে যাওয়া প্রথম ব্যক্তি হবেন ডোনাল্ড ট্রাম্প।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা