৩১ হাজার ট্যাপেন্টাডল, ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২৭
অ- অ+

রাজধানীতে বিশেষ চেকপোস্টের মাধ্যমে ৩১ হাজার ট্যাপেন্টাডল ও এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।

মঙ্গলবার রাতে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ ও ধোলাইখালের হানিফ স্টিলের সামনে কোতয়ালী ও সূত্রাপুর থানা পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন।

ডিসি জসিম বলেন, সোমবার রাতে বাবুবাজার ব্রিজ চেকপোস্ট পুলিশ সদস্যরা কাজ করছিল। এসময় একটি প্রাইভেট কারকে সিগনাল দেয় তারা। তবে প্রাইভেট কারটি না থেমে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে প্রাইভেট কারটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। এরপর সেটির ভেতর থেকে তল্লাশি করে ৩১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এসময় কারটি থেকে একজন যাত্রী ও একজন চালককে গ্রেপ্তার করা হয়। তারা এগুলো মাদক হিসেবে বিক্রির জন্য ঢাকায় এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গতকালই সূত্রাপুর থানায় একটি মামলা করা হয়।

লালবাগ বিভাগের ডিসি আরও বলেন, এটি ২০১৮ সালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় মাদক হিসেবে তালিকায় স্থান পায়। এই মাদকটি ভারতে তৈরি হয়। সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে এটিকে মাদক হিসেবে বিক্রি করা হয়।

এছাড়াও একই রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে রাত ১২টার দিকে এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় চেকপোস্টে থাকা ব্যক্তিরা তাকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশ। এরপর তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় নাসিবুর রহমান সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাসিবুর রহমান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন লালবাগ ডিসি।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা