সিলেটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজের সাতদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশু মুনতাহার (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) খালেদ আহমদ।
মৃত মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করতে যায় মুনতাহা। কিন্তু বিকাল হলেও বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে মুনতাহার আর সন্ধান পাওয়া যায়নি। শিশুটির খোঁজ দিতে ফেসবুকে অনেকে পোস্ট দিয়েছিলেন।
শিশুটি নিখোঁজের পর থেকে পরিবার দাবি করে আসছিল, পরিকল্পিতভাবে মুনতাহাকে অপহরণ করা হয়েছে। নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

মন্তব্য করুন