ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭৯ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮ জন, বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৮ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত এক দিনে সারা দেশে এক হাজার ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৮৩২ জন।
(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমআর)
মন্তব্য করুন