কাঁচপুরে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ ৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫২| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৮:৪১
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে মেইন লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন।

সোমবার দিবাগত রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. জয় (২০), মো. সুলতান (২৩), মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), মো. শাহজালাল (৪৫) ও মো. রাজু (২৪)। তাঁদের মধ্যে জয়ের শরীরের ২২ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, মিজানের ১৯ শতাংশ, জাহাঙ্গীরের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ ও রাজুর ২ শতাংশ দগ্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতকাল মধ্যরাতে ওই সাতজনকে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে। আর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ শাখার উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, কাচঁপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে তারা দগ্ধ হন। কোনভাবেই সোনারগাঁয়ের অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করা যাচ্ছে না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, কাঁচপুর এলাকায় রাতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধদের হাসপাতালে পাঠিয়েছে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এজে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা