‘খেলার মাঠ’ দখল করে আ.লীগ নেতার ইট-বালু ব্যবসার অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৫:০০| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘খেলার মাঠ’ দখল করে ইট-বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

উপজেলার বাথানডাঙ্গা বাজার সংলগ্ন খেলার মাঠটি দখল করে সেখানে আওয়ামী লীগ নেতা এলোয়ার শেখ দীর্ঘদিন ধরে ইট-বালুর ব্যবসা করে আসছেন। তিনি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

খোঁজ নিয়ে জানা গেছে, বাথানডাঙ্গা বাজার সংলগ্ন সরকারি খেলার মাঠে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবারে হাট বসে। বাকি দিনগুলোয় মাঠটিতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা করে। মাঠটি বহুকাল আগে থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমান মাঠটি অবৈধ দখলদারদের দখলের কারণে সংকুচিত হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সরকারি খেলার মাঠের উত্তর-পশ্চিম পাশের কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কয়েকজন স্থানীয়। মাঠের পূর্বপাশে আওয়ামী লীগ নেতা এলোয়ার শেখ ইট-বালু ও খোয়া স্তূপ করে রেখে ব্যবসা করছেন। এতে মাঠটিতে খেলাধুলায় বিঘ্ন ঘটছে। স্তূপ করে রাখা বালু শুষ্ক মৌসুমে বাতাসে উড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় হাটে আসা লোকজনের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ‘আমরা ছোটবেলা থেকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলে আসছি। কিন্তু মাঠ দখল, মাঠে ইট-বালু ও খোয়া রাখায় এখন আর খেলাধুলা করা যায় না। খেলতে গেলে ইট-খোয়া ও পাথরের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়।’

এলোয়ার শেখের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি খেলার মাঠ দখল করে ইট-বালুর ব্যবসার কথা স্বীকার করে বলেন, ‘আমি আজ নতুন ইট-বালুর ব্যবসা করছি না। দীর্ঘদিন ধরে মাঠেই ইট-বালু রেখে ব্যবসা করছি। সরকারের যখন মাঠ লাগবে, তখন আমি মাঠ ছেড়ে দেব।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে বলে দিয়েছি। দ্রুত মাঠটি দখলমুক্ত করা হবে।’

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা