১৯ বছরের ছোট যুবকের সঙ্গে আমিশার প্রেম নিয়ে চর্চা তুঙ্গে

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৩
অ- অ+

প্রেম করছেন ‘কাহো না প্যায়ার হ্যায়’ নায়িকা আমিশা প্যাটেল। প্রেমক তার থেকে পাক্কা ১৯ বছরের ছোট। এ নিয়ে চর্চা এখন তুঙ্গে। নয়া প্রেমিকের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক ছবি সামাজিক যোগযোগমাধ্যমে শেয়ার করে সম্পর্কের জানান দিয়েছেন হৃত্বিকের প্রথম সিনেমার নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, বর্তমানে প্রেমিকের সঙ্গে দুবাইয়ে রয়েছেন আমিশা। সেখান থেকেই শেয়ার করেছেন ছবি। তার নয়া প্রেমিকের নাম নির্বাণ বিড়লা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে এই যুগলের ছবি সামনে আসার পর তাদের বয়সের তফাৎ নিয়ে হচ্ছে কটাক্ষ।

উইকপিডিয়ার তথ্য বলছে, আমিশার বয়স এখন ৪৯। এদিক নির্বাণের বয়স সবে ৩০। দুজনের বয়সের ব্যবধান ১৯ বছর। এই পার্থক্যই কমেন্টে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরা।

ছবিতে দেখা যাচ্ছে, আমিশাকে জড়িয়ে ধরে রয়েছেন তার প্রেমিক নির্বাণ। এই ছবি শেয়ার করে আমিশা লিখেছেন, ‘দুবাইয়ে একটি দুর্দান্ত সন্ধ্যা, প্রিয়তম নির্বাণের সঙ্গে’। আরও একটি ছবি শেয়ার করেছেন আমিশা, যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে নির্বাণ ও আরেক বন্ধুকে।

বলা বাহুল্য, ছবি শেয়ার হতে না হতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ভক্তরা প্রশ্নে রীতিমতো ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। একজন কমেন্টে লিখেছেন, ‘আপনারা কি প্রেম করছেন?’ দ্বিতীয়জন লেখেন, ‘আমার মনে হয় এবারে অন্তত বিয়েটা করাই উচিত।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘প্রেম উদযাপনর জন্য সত্যিই দুবাই সেরা’।

নির্বাণ সম্পর্কে বলা হচ্ছে যে, তিনি একজন ব্যবসায়ী এবং গায়কও। তিনি বিড়লা ব্রেনিক্স এবং বিড়লা ওপেন মাইন্ডসের প্রতিষ্ঠাতা। যশবর্ধন বিড়লার সুযোগ্য সন্তান নির্বাণ। বাবার পদানুসরণ করেই তিনি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। তবে আলোচনায় এলেন আমিশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা