সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার দিচ্ছে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৪
অ- অ+

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতা সাফের শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। অসামান্য এই কীর্তির প্রশংসা চতুর্দিক থেকেই পাচ্ছে সাবিনা খাতুনের দল। সেই সঙ্গে ভাসছেন একের পর এক পুরস্কারে। এবার সাফজয়ী ফুটবল দলকে যৌথভাবে এক কোটি টাকা পুরস্কারে ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ।

দীর্ঘ দুই দশকের ট্রফি খরা ঘুচিয়ে ২০২২ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছিল মেয়েরা। ২০০৩ সালের পর থেকে যে ট্রফি অধরা ছেলেদের জন্য। আর মেয়েরা বেশিদিন অপেক্ষায়ও রাখেনি দেশের ফুটবলপ্রেমীদের। ২০২৪ সালে ফের ভারত ও নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষদের উড়িয়ে দেশকে টানা দ্বিতীয় সাফ শিরোপা এনে দেন সাবিনারা।

এমন অর্জনের পর রাজসিক সংবর্ধনা তো পেয়েছেন-ই। এবার ভাসছেন একের পর এক পুরস্কারে। ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর এবার যৌথভাবে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুধু অর্থ পুরস্কার নয়, সাবিনা-ঋতুপর্ণাদের কক্সবাজারে বিশেষ সংবর্ধনাও দেবেন বলে জানিয়েছেন বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ।

শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবর্ধনা পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি টাকার চেক হস্তান্তর করে। আর দিন দুয়েক আগে সাউথ ইস্ট ব্যাংক প্রত্যেক সাফজয়ী ফুটবলারকে ৩ লাখ টাকা করে দিয়েছে। এছাড়া বিসিবি প্রত্যেক খেলোয়াড়কে ২০ লাখ টাকা করে আর বাফুফে পুরো দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার কথা জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা