জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম গোল্লা।
এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা উপস্থিত ছিলেন। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচটি অনুষ্ঠিত হয়।েউদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি-লুটপাট ও দলীয়করণ করে যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন বিএনপির নেতৃত্বে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজ শুরু হবে৷ এই ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট দেশের আনাচে-কানাচে থাকা প্রতিভাকে জাতীয় পর্যায়ে সুযোগ দেয়া এবং দেশের যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
এই প্রতিযোগিতা থেকে ফরিদপুর জেলার অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
আগামী বছরের ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/মোআ)

মন্তব্য করুন