ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী পুলিশে সোপর্দ

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৪১
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের পাঁচ শিক্ষার্থীকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। র‍্যাগিং কাণ্ডের সাথে জড়িতদের হাতেনাতে আটক করেন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পাঁচজনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির পর ২ নভেম্বর থেকে ক্রমাগতভাবে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীদের হাতে র‍্যাগিংয়ের শিকার হন তাঁরা।

অভিুযুক্ত শিক্ষার্থীরা হলেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগী সকলেই ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ভুক্তভোগী চার শিক্ষার্থীর ওপর মানসিক নির্যাতন করে অভিযুক্ত সাব্বির ও সঞ্জয়। এসময় ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলা হয় এবং নাচতে বলা হয়৷ পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয় তাদের সাথে। নীল ছবির বিভিন্ন চরিত্রসহ নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীদের সাথে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘আপাতত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

ইবি থানার ডিউটি অফিসার এস আই মাসুদ বলেন, ‘আপাতত তারা আমাদের হেফাজতে আছেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা