যেমন হলো বাংলাদেশের এশিয়া কাপের দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১০:৪২| আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:১৭
অ- অ+

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। আসন্ন এই আসরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মো: আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। অভিজ্ঞদের মধ্যে দলে আছেন মারুফ মৃধা এবং শিহাব জেমস। গতবারের টুর্নামেন্টেও বাংলাদেশের হয়ে খেলেছেন তারা। ১৪ সদস্যের দলের বাইরেও ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে।

টুর্নামেন্টে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। এই গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

২৯ নভেম্বর পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরের। আর প্রথম দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।

প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।

সবশেষ গেল বছর ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা