ইতালির তরিনোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক 

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৪:২৬
অ- অ+

ইতালির তরিনোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন করে কার্যকরী কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে অভিষেক ও সকল সদস্যদের পরিচিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা এবিএম আসাদ উল্লাহের সভাপতিত্বে ও উপদেষ্টা লুৎফুর রহমান ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরিনোর সকল বাংলাদেশি প্রবাসীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন তরিনোর বৃহত্তম ঢাকা, ঢাকা জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, বৃহত্তর সিলেট, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা জেলা, ময়মন্সিংহ, চট্রগ্রাম, নোয়াখালী, ভৈরব কমিউনিটির নেতৃবৃন্দ।

জেলা সমিতির কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা সমিতির উপদেষ্টা এসএম সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, বশিরুল হক মুক্তি, সাইমুল ইসলাম, মাহমুদুল হাসান ও সাইদুল সরকার।

এছাড়া নবগঠিত কমিটির পক্ষে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম সোহেল মোল্লা, সিনিয়র সহ সভাপতি মিজান মিয়া, সহ সভাপতি কিবরিয়া সরকার, সজীব ইসলাম, শাহাদাত পাপন, জিওয়ান সাইফুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো রুবেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ করিম প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, কোষাধক্ষ মামুন ইমাম, সহ কোষাধক্ষ সাজিদুর রহমান সোপান, প্রচার সম্পাদক আবু হানিফ জীবন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, সহ দপ্তর সম্পাদক আতাউর রহমান, শিক্ষা সম্পাদক আশিকুর রহমান, ধর্ম সম্পাদক হাফেজ শাহাদাত ও তত্ত্ব প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম।

২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণা শেষে উপস্থিত বিভিন্ন জেলার প্রবাসীরা নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা