আইপিএলে নতুন ইতিহাস, ২৭ কোটিতে ঋষভ পান্তকে দলে ভেড়ালো লক্ষ্ণৌ 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:০১| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:০৪
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি। এক আইপিএল খেলেই কোটি কোটি টাকা আয় করেন অনেক ক্রিকেটার। ২০২৫ সালে বসতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে সামনে রেখে আজ রবিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মেগা নিলাম।

এবারের আইপিএলের মেগা নিলামে শুরুতেই রেকর্ড গড়ছিলেন ভারতের শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকলো না। অনুমিতভাবেই খানিক পর তা ভেঙে দিলেন সতীর্থ ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে নতুন ঠিকানা পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার এখন তিনি।

পান্তকে নিজেদের দলে পেতে শুরু থেকেই লড়াইয়ে নামে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌর সঙ্গে ১০ কোটি রুপি পর্যন্ত লড়াই করে হাল ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হায়দরাবাদ চালিয়ে যায় লড়াই। দুই দলের তুমুল লড়াইয়ে চড়তে থাকা দাম ২০ কোটি ৭৫ লাখ রুপি উঠলে হাল ছাড়ে সানরাইজার্স। তবে রাইট টু ম্যাচ অপশনের সুযোগ নিয়ে নিলামে অংশ নিতে চায় পান্তের পুরনো দল দিল্লি। লক্ষ্ণৌ পান্তের জন্য নতুন দর ২৭ কোটি রুপি ঠিক করলে দিল্লি আর আগ্রহ দেখায়নি।

রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুইদিনব্যাপি নিলামে এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ে ব্যাটার শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস ভেঙেছিলেন আগেরবারের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড। গত বছর সর্বোচ্চ মূল্য পাওয়া অস্ট্রেলিয়ার পেসার এবার নিলামে পেয়েছেন ১১ কোটি ৭৫ লাখ। তাকে নিয়েছে দিল্লি।

নিলামের আগেই ধারণা করা হচ্ছিল, সর্বোচ্চ মূল্য পেতে পারেন পান্ত। উইকেটরক্ষক ও বিস্ফোরক ব্যাটারের পাশাপাশি নেতৃত্বগুণও আছে তার। নেতৃত্বগুণের কারণে চড়া মূল্য পেয়েছেন শ্রেয়াসও।

এবারের আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা