৩৯ পেরিয়ে বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা কেয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১৭| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
অ- অ+

বহু চর্চা তাকে নিয়ে। বয়স বাড়ছে তবু বিয়ে করছেন না কেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। অবশেষে বয়স ৩৯ পেরিয়ে এলো সেই ক্ষণ। ভক্ত-শুভাকাঙ্ক্ষী-সমালোচকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন আলোচিত এই ঢালিউড অভিনেত্রী।

জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতে মোস্তাক কিবরিয়ার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন চিত্রনায়িকা কেয়া।

বিয়ের পর নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাবেক কার্যনির্বাহী সদস্য। কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ, যে কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’

২০০১ সালে ১৬ বছর বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু হয় কেয়ার। এরপর টানা দুই ডজন সিনেমাতে অভিনয় করেন। জুটি বেঁধেছেন মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানের মতো নায়কদের সঙ্গে।

তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান কেয়া। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় কেয়ার বেশ কয়েকটি সিনেমা।

এদিকে, রুপালি পর্দায় আলো ছড়ানো কেয়ার অতীতটা অন্ধকারে ঢাকা। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালের ২২ ডিসেম্বর এই নায়িকাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন অবশ্য মুচলেকা দিয়ে মুক্তি পান। সেই ঘটনা নিয়ে এখনো চর্চা হয়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেজর পরিচয়ে প্রতারণা, ‘ভুয়া’ বিয়ের পর শারীরিক সম্পর্কের ভিডিওতে নারীকে ব্ল্যাকমেইল
চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারীপাচার, ঢাকায় দুই চীনা নাগরিক গ্রেপ্তার
প্রেম-ভালোবাসায় বিশ্বাস নেই অহনার, বিয়ে নিয়েও ভাবেন না
দুটি বিয়ের পর তাসনুভার উপলব্ধি, ‘বিয়ে করাটা ভুল ছিল’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা