আলফাডাঙ্গায় জেলেদের জালে ‘ঘড়িয়াল’, কুমির ভেবে দেখতে জনতার ভিড়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় গ্যাভিয়েল বা ঘড়িয়ালের একটি বাচ্চা। আড়াই হাত লম্বা এই ঘড়িয়ালের বাচ্চাকে কুমির ভেবে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর ঘাটে জেলেরা ঘড়িয়ালের বাচ্চাটাকে নিয়ে আসলে তা দেখতে ভিড় জমায় তারা।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার দিগনগর এলাকার সুধাংশুসহ কয়েকজন জেলে জীবন-জীবিকার তাগিদে মাছ ধরতে মধুমতি নদীতে জাল ফেলেন। শেষ রাতের দিকে জাল তুলতে গিয়ে জেলেদের চোখে পড়ে জালে আটকে আছে একটি ঘড়িয়ালের বাচ্চা। এতে জেলেরা কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে থাকা অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটিকে নৌকায় তোলেন জেলেরা। পরে জেলেরা ঘড়িয়ালটি নিয়ে আসেন দিগনগর ঘাটে। অর্ধমৃত অবস্থায় ধরা পড়া এই প্রাণীটিকে দীর্ঘ সময় ডাঙ্গায় রাখার কারণে মারা যায়। পরে স্থানীয়রা প্রানীটিকে নদীতে ফেলে দেন।

দিগনগর ঘাটে ঘড়িয়ালটিকে আনার পর ‘জেলেদের জালে কুমির ধরা পড়েছে’ এমন খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। কেউ কেউ প্রাণীটির ছবি তুলে ‘মধুমতি নদীতে কুমির ধরা পড়েছে’ লিখে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় খবরটি। তবে আড়াই হাত লম্বা এই প্রাণীর লেজ ও চোয়াল দেখে অনেকেই কুমির বলে ধারণা করছেন। আবার অনেকেই বলছেন এটি বিলুপ্তপ্রায় গ্যাভিয়েল বা ঘড়িয়ালের বাচ্চা। ফেসবুকে চলছে তুমুল তর্কবিতর্ক।

স্থানীয় জেলেরা ঢাকা টাইমসকে জানিয়েছে, এর আগেও তারা মধুমতি নদীতে কুমির ভাসতে দেখেছেন। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মধুমতিতে কুমির ভেসে বেড়ানোর একটি ভিডিও ভাইরালও হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমআই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা