চাটখিলে খাল থেকে উদ্ধার হলো ৬১২টি সরকারি বুলেট

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:১৪
অ- অ+

নোয়াখালীর চাটখিল থেকে ৬১২ রাউন্ড বুলেট ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

রবিবার চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ড এর দশানী টবগা গ্রামের খামার বাড়ির সামনের রনখোলা ব্রিজের পাশের খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াইটার সময় জিসান নামের (১৪) স্থানীয় এক কিশোর বুলেটের একটি বক্স দেখতে পান। তিনি সেখান থেকে একটি বুলেট বাড়িতে নিয়ে বাকিগুলো ভয়ে পাশের খালে ফেলে দেন। তার হাতে থাকা বুলেট দেখে স্থানীয় আরেক কিশোর সাদ্দাম হোসেন শামীম (১৪) বুলেটটি বাড়ির একজন মুরুব্বি আজহারুল ইসলাম সুমন (৪৫) এর কাছে গেলো তিনি এদের কাছ থেকে বিস্তারিত যেনে পুলিশে খবর দেন।

পরে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তারা খাল থেকে ৬১২টি বুলেট উদ্ধার করেন। এসময় ব্রিজের অপর প্রান্তের খাল থেকে ১টি চায়নিজ রাইফেলের ম্যাগজিন, ওয়াকিটকি সেটের ১টি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্স উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক বলেন, 'উদ্ধারকৃত বুলেটগুলো চায়না রাইফেলে ব্যবহার হওয়া সরকারি বুলেট। আমাদের ধারণা এগুলো চাটখিল থানা থেকে লুট করার পর দুষ্কৃতকারীরা এখানে ফেলা দিয়ে যেতে পারে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব।'

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা