ফ্যাসিস্ট আ.লীগ ১৫ বছর ধরে কৃষকের রক্ত চুষে খেয়েছে: বাবুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:২৩| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে জনগণের ভোটের অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে কৃষকের রক্ত চুষে খেয়েছে। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না দিয়ে মাফিয়া ও ফড়িয়া সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের ফায়দা হাসিল করেছে।’

তাই নতুন ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণের সামনে উপস্থাপিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে বলে জানান বাবুল। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে।’

সোমবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সহযোগিতায় বোতলাগাড়ি ইউনিয়নে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি শহীদুল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগ শুধু দেশের অর্থনৈতিক চালিকা শক্তি কৃষিকে ধ্বংস করেনি, তারা ধ্বংস করেছে বৈদেশিক মুদ্রা অর্জন করা গার্মেন্টস শিল্পকে। তাদের একের পর এক যড়যন্ত্রের কারণে গার্মেন্টস শিল্পের বৈদেশিক বাজার হারাতে হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক গার্মেন্টস।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের বারোটা বাজিয়ে দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করে। যেমনটি করেছিল ১৯৭৪ সালে ও ২০০৯ থেকে ২০২৪ সালে। কিন্তু শহীদ জিয়ার গড়া বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশ হয়েছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বেড়েছিল উৎপাদন ও কর্মসংস্থান।’

ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘দেশের কৃষক যেসব পণ্য উৎপাদন করে, সেসবের যদি ন্যায্যমূল্য পেত তারা, তাহলে পণ্য আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে যেত। কিন্তু হয়েছে এর উল্টো। তারা ন্যায্য দাম না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন।’

তিনি বলেন, ‘কৃষকরা যাতে তাদের শরীরের ঘাম শুকানোর আগে ন্যায্য দাম পায় সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশের জনগণের সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা তুলে ধরেছেন, সেখানে কৃষকের কথা বলা হয়েছে।’

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে উৎপাদন বাড়াতে কৃষি উপকরণের দাম হাতের নাগালে রাখাসহ কৃষকের উৎপাদন করা পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানান বাবুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আগামী দিনে একটি আধুনিক উন্নত কৃষি ও কৃষক বান্ধব বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, বোতলাগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি শাহজাহান, জেলা কৃষক দলের যুগ্ম-সম্পাদক মমিনুর রহমান সরকর নয়ন, উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, পৌর কৃষক দলের সভাপতি খালেদ মঞ্জুর পাপ্পু, বিএনপি নেতা নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কৃষক দল নেতা রশিদুল ইসলাম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ পারভীন আক্তার, সৈয়দপুর জেলা কৃষক দলের সহসভাপতি এরশাদ আলী বাবু ও শামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড চৌধুরী টিটু, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ ছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা