আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদামুক্ত: আতাউর

আগামীর বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদামুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।
চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজমুক্ত কারওয়ান বাজারের দাবিতে এবং আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে শুক্রবার কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার ইউনিটের উদ্যোগে একটি সমাবেশ এ মন্তব্য করেন তিনি।
তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমির এসএম মনির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন সুতরাং আমরা আমাদের সকল শক্তি দিয়ে দুর্নীতি, দখলবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে কারওয়ান বাজারে চলমান চাঁদাবাজি অবিলম্বে বন্ধের জন্য তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণের আমির ইন্জিনিয়ার নোমান আহমদী।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও খেলাঘর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে উৎসবমুখর পরিবেশে যোগদান করতে সকল মানুষের নিকট আহ্বান জানাই।
সমাবেশ শেষে একটি সম্মেলন স্বাগত মিছিল কাওরান বাজার আম্বরশাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাওরান বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে জনতা টাওয়ার সামনে এসে শেষ হয়।
আরও বক্তব্য রাখেন তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমদ রুবেল ও কাওরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাওরান বাজার শাখার সহ-সভাপতি মো. মুহিব্বল্লাহ। এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের কর্মপরিষদ মো. আব্দুল হক, ডা. সৈয়দ তৌফিকুল হাসান, মো. আলী আকবর হোসাইন, আব্দুল হালিম প্রমুখ।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন