ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ মাতুব্বর (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মাতুব্বর নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বিলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ ও তার বন্ধু ফেরদৌস নগরকান্দা বাজার থেকে মোটরসাইকেলে কর মুকসুদপুরে যাচ্ছিল। পথে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় তাদের বহন করা মোটরসাইকেলটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালিদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো শরিফুল ইসলাম বলেন, ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথা বিচ্ছিন্ন হয়ে এক তরুণ ঘটনাস্থলেই নিহত হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ১০০ গজ দূরে তা পড়েছিল। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, নিহত স্কুলশিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন