সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দরবার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আ. মমিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি-জামায়াতের নেতারা।

সময় বক্তারা ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের অবদান ও ত্যাগ নিয়ে আলোচনা করেন।

এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতারা।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা