আলফাডাঙ্গায় বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে আলফাডাঙ্গা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ, কে, এম, রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, আলফাডাঙ্গা প্রেসক্লাব, উপজেলা ও পৌর বিএনপি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ, কে, এম, রায়হানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ, আলফাডাঙ্গা উপজেলা প্রকৌশলী রাহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন