আলফাডাঙ্গায় জামায়াতের বিজয় র্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়ে আলফাডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমির মো. কামাল হুসাইনের সভাপতিত্বে ও মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর আমির প্রভাষক ওহিদুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মিকাইল হোসেন কুবাদ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম রিদওয়ানুন নবী (রিদওয়ান), উপজেলা অফিস সম্পাদক মাওঃ আবুল হাসান, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মো. জিয়াউল হাসান, যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ।
(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন