জমি নিয়ে বিরোধে গলায় গামছা পেঁচিয়ে টানাহ্যাঁচড়ায় কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধে গলায় গামছা পেঁচিয়ে টানাহ্যাঁচড়ায় প্রতিপক্ষের হাতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার সিংগা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রাহাজ উদ্দীন একই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই গ্রামের স্বপন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল স্বপনদের। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান বলেন, ‘সকালে বাজারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। শুনেছি স্বপন তার গলায় গামছা দিয়েছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কিছুদূর যাওয়ার পর মাটিয়ে লুটিয়ে পড়েন এবং এ সময় তার মৃত্যু হয়।’
নিহতের ছেলে পলাশ বলেন, ‘সকালে আমার বাবাকে মারধর করেছেন স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহ্যাঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।’
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন