‘বরবাদ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬
অ- অ+

তারকা বেষ্টিত এক জমকালো আয়োজনে ‘বরবাদ’ সিনেমার পোস্টার উন্মোচিত করলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

একই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও ‘বরবাদ’-এর প্রোডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও ‘বরবাদ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী, লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, জনপ্রিয় অভিনেত্রী মিম মানতাসা এবং লিলির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরা রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু, সেরা কিছু । তাই ‘বরবাদ’-এর ফার্স্ট লুক ঘিরে তুমুল আগ্রহ লক্ষ্য করা যায় উপস্থিত দর্শকদের মাঝে। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় তারকাসমৃদ্ধ বিগ বাজেটের এই সিনেমাটি বক্সঅফিসেও ঝড় তুলবে সন্দেহ নেই। অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান বলেন, ‘দেশসেরা বিউটি ব্র্যান্ড লিলি বরাবরই দেশীয় শিল্প-সংস্কৃতির উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে লিলি সংযুক্ত হলো 'বরবাদ'-এর সাথে। 'বরবাদ' ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিং-এ তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি কলাকুশলী মুল্সিয়ানার ছাপ রেখেছেন। আর অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ব্র্যান্ড লিলিকে, এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।’

বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিউটি ব্র্যান্ড লিলি। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ ও সবচেয়ে ক্লিন ফ্যাক্টরিতে শতভাগ অটোমেটেড মেশিনারি ব্যবহার করে তৈরি হচ্ছে লিলির পণ্য। মাল্টি রিফাইনিং প্লডার ও থ্রি রোল মিল-এর মতো সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে লিলি বিউটি সোপের উৎপাদন প্রক্রিয়ায়। শুধু তাই নয়, মিক্সিংয়ের প্রতিটি ব্যাচেই একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করে রাখা যায়, যার ফলে ব্যাচপ্রতি নিখুঁত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে একই ধরনের মান ধরে রাখা সম্ভব হয়। এছাড়াও ইতালিয়ান প্রযুক্তির স্টাম্পিং মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের সূক্ষ্ম ডিজাইন সাবানের গায়ে ফুটিয়ে তোলা হচ্ছে যা অনুপম গড়নের লিলি বিউটি সোপে এনে দিয়েছে আরও বেশি নান্দনিকতা। আকর্ষণীয় ফিনিশিং ও অটুট গুণগতমানের সাথে প্রতিটি লিলির প্রতিটি পণ্য নিশ্চিত করে ভোক্তারা পান বাজারের সেরা পণ্যটিই।

উল্লেখ্য, দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কন্টেন্ট ও প্রচারণামূলক ইভেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি | সম্প্রতি রিলিজ হওয়া রায়হান রাফির জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘মায়া’-এর স্পন্সর ছিল লিলি। এছাড়াও লিলি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে দেখা যায় রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খানকে । আর এই বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের আলোচিত গায়ক প্রীতম হাসান। এর পাশাপাশি আরও অনেক প্রজেক্টে আগামী দিনগুলোতে কাজ করার আশা ব্যক্ত করেছে ব্র্যান্ডটি। এভাবেই দেশজুড়ে ইতিমধ্যেই সুনাম অর্জন করা গুণে-মানে সেরা লিলির পণ্যসমূহ ভোক্তাদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন সবাই |

(ঢাকা টাইমস/১৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা