হাসিনাকে কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে: ইসহাক খন্দকার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:২৩
অ- অ+

হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলার বিনয়তলা বাজারে অনুষ্ঠিত হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসহাক খন্দকার বলেন, 'শেখ হাসিনা তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, বিজিবি, গুন্ডা বাহিনী নিয়ে টিকতে পারেনি। এখন সেই শেখ হাসিনা নাকি চট করে বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনাকে এনে কাশিমপুর কারাগারে রেখে ছাত্র-জনতার প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। এদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনা। তারা এদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে মায়া কান্না করে তাদেরও বিচার করা হবে।'

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআন সুন্নাহর শাসন আনতে হবে। এদেশের প্রতিটি ঘরে কোরআনের ও দ্বীনের আহ্বান পৌঁছে দিতে হবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনির সভাপতিত্বে এবং সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসাইন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নের কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

(ঢাকা টাইমস/১৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা