মহেশপুর সীমান্ত থেকে ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে।
শুক্রবার মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাধবখালি বিওপির ৬ সদস্যের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-৭১/০৮ এস এর নিকটে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সুকৌশলে ফাঁদ পেতে অপেক্ষমান থাকে। রাত আনুমানিক ১টার দিকে বিএসএফের ডিউটি পরিবর্তন করার সুবাদে ভারতীয় চোরাকারবারিরা কয়েকটি বস্তায় মাদকদ্রব্য (ফেনসিডিল) ভারতের কাটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ প্রান্তে ফেলে দেয়। সেই বস্তাগুলো বাংলাদেশি ১৫-২০ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে। বাংলাদেশি চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ভূ-খন্ড ব্যবহার করেই শুন্যরেখা বরাবর উত্তরদিকে অগ্রসর হতে থাকেন। বিজিবি সদস্যরা তাদের ধরার জন্য ধাওয়া দিলে চোরাকারবারিদের কয়েকজন রামদা, কাচি, হাসুয়া ইত্যাদি দেখিয়ে তেড়ে আসতে থাকেন। এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যান। টহলরত সদস্যরা ১৯ বস্তা ফেনসিডিল জব্দ করে। পরে বিওপির অন্যান্য সদস্য এবং সোর্সের সহযোগিতায় বস্তাগুলো বিওপিতে আনা হয়। ফাঁকা ফায়ারে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান।
অভিযানে সর্বমোট ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার সিজার মূল্য দুই লাখ ৬৪ হাজার ৪০০ টাকা।
(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন