ঝিনাইদহে ট্রলির ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:১০| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে এবং ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন বিকালে চাপরাইল বাজার থেকে ইজিবাইক কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় পৌঁছায়। এসময় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলিটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে ফিরোজের মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ‘আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে।’

বারো বাজার হাইওয়ে থানার (ওসি) মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে একটি হত্যা মামলা হবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা