সাদপন্থিদের গ্রেপ্তার না করলে সালথায় আন্দোলনের হুঁশিয়ারি

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার আলেম সমাজ।
ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে শুক্রবার জুমার পর স্থানীয় তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, তাবলীগ জামাতকে কলুষিত করতে মাঠে নেমেছে সাদপন্থি সন্ত্রাসীরা। তারা বিশ্ব ইজতেমায় হামলা চালিয়ে চারজন সাথীকে শহীদ করেছেন। তাদের আর কোনো কার্যক্রম বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। দ্রুত এই সাদপন্থি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সালথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সালথা উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন