গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

এর আগে একইদিন সকালে উপজেলায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সকাল ৭টার দিকে উপজেলার বনফুল হোটেল এলাকায় এবং একইদিন ভোরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে লুকাস মুরমু (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির চামগাড়ী এলাকার হোপনা মুরমুরে ছেলে।

অপরদিকে, দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লুকাস মুরমুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লুকাস মুরমু।

অন্যদিকে, একইদিন এ ঘটনার আগে ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা অপর একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দেয়। এতে ওই নারীও ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় পৃথক দুটি ট্রাকচাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুকাস মুরমু’র মরদেহ তার স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা