‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:২৩
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা ও ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘মন্থন’ পরিচালক।

১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শ্যাম বেনেগাল। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমার পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শামীমা আক্তার ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা