আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ খান (৫৮) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জয়দেবপুর-ফলিয়া বাইপাস সড়কের বারাংকুলা নামক স্থানে ইকন মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য শহীদ খান জয়দেবপুর গ্রামের মৃত হায়দার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেনা সদস্য শহীদ খান বারাংকুলা বাজার থেকে প্রয়োজনীয় মালামাল ক্রয় করে নিজ বাড়িতে ফেরার পথে বারাংকুলা ইকন মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত সেনা সদস্য মাথায় গুরুতর আঘাত পান ও ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার ও মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। তবে দুর্ঘটনার পরপরই অপর মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা